
কান, জিহ্বা কেটে পাখি হওয়ার চেষ্টা!
পিএনএস ডেস্ক: এই ধরাধামে শখের বশবতী হয়ে মানুষ কত কিছুই না করে। এই শখই কখনও কখনও মানুষকে বিশ্বজোড়া খ্যাতি এনে দিয়েছে, আবার মানুষের শখই মানুষকে ডুবিয়েছে অতল গহ্বরে। তবু মানুষের শখ তো শখই। প্রত্যেক মানুষের আলাদা আলাদা শখ থাকে যা তাকে সকলের কাছে নতুন পরিচয় দান করে। তেমনই পাখি হওয়ার ইচ্ছা পূরণ করতে নিজের কান কেটে, জিহ্বা চিরে ও নাক বড় করেছেন ওয়েকি টেড রিচার্ডস(৫৬) নামের এক ব্যক্তি। পাখিপ্রেমিক রিচার্ডসের বসবাস যুক্তরাজ্য। খবর দ্য মিরর এর।মিরর বলছে, যুক্তরাজ্যের এই পাখিপ্রেমিক ব্যক্তিগত জীবনে...বিস্তারিত