দিনাজপুরে বাণিজ্যিকভাবে চা চাষ

  29-10-2016 07:02AM



পিএনএস: ধানের জেলা হিসেবে পরিচিত দিনাজপুরে শুরু হয়েছে চায়ের আবাদ। পরীক্ষামূলকভাবে চা-চাষে সাফল্যের পর এরইমধ্যে বাণিজ্যিকভাবে চা আবাদ শুরু করেছেন স্থানীয় কৃষকরা।

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ঝলঝলি গ্রামে নিচু জমিতে ধানের আবাদ করে আসছিলেন স্থানীয় কৃষকরা। আর উঁচু জমিগুলো পতিত পড়ে থাকতো।

পরে গ্রামের কৃষক নজরুল ইসলাম পতিত জমিতে পরীক্ষামূলকভাবে চায়ের চারা রোপন করেন। সফলতা দেখে বছর খানেক আগে এক একর জমিতে বাণিজ্যিকভাবে চায়ের আবাদ করেন তিনি।

বর্তমানে তিনি চা-চাষ করে অনেক লাভবান হয়েছেন, জানান নজরুল ইসলাম।

এদিকে, অভিজ্ঞতা না থাকলেও চা-বাগানে কাজ করতে বেশ স্বাচ্ছন্দ্য বোধ করছেন শ্রমিকরা। আর্থিকভাবে লাভবান হওয়ায় অন্যান্য কৃষকও ঝুঁকছেন চা-চাষে।

বীরগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোস্তাফিজুর রহমান জানান, মাটি ও আবহাওয়া উপযুক্ত থাকায় এ উপজেলায় চা চাষের সম্ভাবনা অনেক। চা চাষে তাদের দরকারি পরামর্শ দেয়া হচ্ছে।


পিএনএস/বাকিবিল্লাহ্

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন