চাহিদার চেয়ে পেঁয়াজের উৎপাদন বেশি

  23-02-2017 10:00AM


পিএনএস, এবিসিদ্দিক: চাহিদার তুলনায় পেঁয়াজের উৎপাদন বেশি হওয়া এবং ভারত থেকে আমদানি করায় দেশিয় চাষীরা বিপাকে। বাণিজ্য মন্ত্রণালয়ের মতে দেশে বর্তমানে পেঁয়াজের বার্ষিক চাহিদা ১৮ লাখ টনের কিছু বেশি। গত অর্থবছরে দেশে পেঁয়াজের উৎপাদন হয়েছে ২১ লাখ টনের বেশি। চলতি অর্থবছরে পেঁয়াজ চাষ হয়েছে ২ লাখ ১৭০ হেক্টর জমিতে আর উৎপাদন লক্ষ্যমাত্রা হচ্ছে ২১ লাখ ৩৭০ টন। সূত্র কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।

কৃষদের বক্তব্য হচ্ছে, প্রতি কেজি পেঁয়াজ উৎপাদনে তাদের খরচ পড়ছে ১৪ থেকে ১৫ টাকা, আর পাইকারি বিক্রি করতে হচ্ছে ১০ থেকে ১২ টাকায়। অপরদিকে ভারতে পেঁয়াজ তো আসছেই। বেনাপোল বা হিলি স্থলবন্দর পর্যন্ত ভারতীয় পেঁয়াজ আমদানিতে কেজি প্রতি খরচ পড়ছে সাড়ে ৬ থেকে ৭ টাকা। দিনাজপুরের হাকিমপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারতীয় পেঁয়াজের আমদানি বেড়ে যাওয়ার ফলে পাইকারি বিক্রি হচ্ছে ৭ থেকে ৮ টাকায় আর খুচরা ১০ টাকায়। আর ভারত থেকে পেঁয়াজ আমদানি বাড়ছেই। তবে ঢাকার বাজারে পেঁয়াজের দাম প্রতি কেজি ২০ টাকার উপরে।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন