মৌলভীবাজারে সুগদ্ধ চালের সম্ভাবনা শীর্ষক গবেষণা উপস্থাপন

  02-03-2017 08:22PM

পিএনএস, মৌলভীবাজার সংবাদদাতা : ‘স্বাস্থ্য ও বাংলাদেশীদের সম্পদ উন্নত করার জন্য বাংলাদেশী সুগদ্ধ চালের সম্ভাবনা’ শীর্ষক গবেষণা পত্র উপস্থাপন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে মৌলভীবাজার শহরের শাহ মোস্তফাস্থ একটি কমিউনিটি সেন্টার গবেষনা প্রচার ও এনগেজমেন্ট ইভেন্টঃ বাংলাদেশ ২০১৭ নামের এ গবেষণা পত্র উপস্থাপন করেন যুক্তরাজ্য লেষ্টার ডি মন্টর্ফোট বিশ্ববিদ্যালয়ের বায়োমেডিকেল বিজ্ঞানের অধ্যাপক ও স্বাস্থ্য বিজ্ঞান স্কুলের গবেষণা বিভাগের প্রধান অধ্যাপক ড. পারভেজ হারিছ।

এ উপলক্ষে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য সায়েরা মহসিন। মৌলভীবাজার সরকারী কলেজের অধ্যক্ষ ড. ফজলুল আলী’র সভাপতিত্বে ও সাংবাদিক সরওয়ার আহমদ এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো: আজিজুর রহমান, পৌর মেয়র মো: ফজলুর রহমান। এছাড়াও আরো বক্তব্য রাখেন ড: জিল্লুল হক, প্রথম আলো জেলা প্রতিনিধি আকমল হোসেন নিপু ও ব্যবসায়ী মো: আতাউর রহমান প্রমুখ।

পিএনএস/মো: শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন