সান্তাহারে ইরি-বোরো মৌসুমের চাল সংগ্রহের শুভ উদ্বোধন

  24-05-2017 07:21PM

পিএনএস, আদমদীঘি প্রতিনিধি : বুধবার দুপুরে বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার এল এস ডিতে ইরি-বোরো মৌসুমের চাল সংগ্রহের শুভ উদ্বোধন করা হয়েছে। চাল সংগ্রহের শুভ উদ্বোধন করেন বগুড়া জেলা খাদ্য নিয়ন্ত্রক মাইন উদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন আদমদীঘি উপজেলা খাদ্য নিয়ন্ত্রক শাহান শাহ হোসেন, সান্তাহার এল এস ডি এর ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ন আহম্মেদ, সহকারী উপ-খাদ্য পরিদর্শক গোলাম মোস্তফা, মিল মালিক রেজাউল ইসলাম বাচ্চু প্রমুখ।

আদমদীঘি উপজেলা খাদ্য নিয়ন্ত্রক শাহান শাহ হোসেন জানায়, চলতি মৌসুমে ৯হাজার ৮শত ৯ মেটি: টন সিদ্ধ ও ৬৪ মেটি: টন আতব চাল সংগ্রহ করা হবে । এই উপজেলার মোট মিলারের সংখ্যা ২৩০ টি। আগামী ৩১ আগষ্ট পযর্ন্ত চাল সংগ্রহ অভিযান চলবে। চাল সংগ্রহের প্রথম দিনে সান্তাহারে আরিফ অটো মেটিক চাউল কল ১ মেটি: টন সিদ্ধ চাল প্রদান করেন।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন