তানোরে বিনামূল্যে রবি শস্যের বীজ বিতরণ

  18-11-2017 04:25PM

পিএনএস, তানোর (রাজশাহী) সংবাদদাতা : জেলার তানোর উপজেলার কৃষকদের মাঝে বিনামূল্যে রবি শস্যের বীজ বিতরণ করা হয়ছে। পিপলস লেড ডেভেলপমেন্ট প্রোগ্রাম ইন বাংলাদেশ প্রজেক্টের আওতায় শনিবার (১৮ নভেম্বর) সকাল ১০টায় তানোর পৌর এলাকার গোকুল-মথুরা গ্রামে এ বীজ বিতরণ করা হয়। বীজগুলো হলো - কালোজিরা, মসুর, সরিষা, কাউন, জব ও জাউন।

স্থানীয় উন্নয়ন সংগঠন স্বপ্নচারী'র উদ্যোগে প্রান্তিক কৃষক পর্যায়ে বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অবসর প্রাপ্ত (সার্জেন্ট) এম আলাল উদ্দিন, সংগঠনের সহসভাপতি সাফিউল ইসলাম, সাধারণ সম্পাদক মিলন হোসেন, কোষাধক্ষ্য অমিত হাসানসহ কৃষক ও কৃষাণীরা।

স্বপ্নচারী সংগঠনের সহসভাপতি সাফিউল ইসলাম জানান, তানোরের ৭টি গ্রামে প্রান্তিক ৩৮জন কৃষকদের মাঝে এ বীজ বিনামূল্যে বিতরণ করা হচ্ছে। বরেন্দ্র অঞ্চল পানি সংকটাপন্ন অঞ্চল। ফসল চাষবাদে পানির ব্যবহার কমিয়ে কম পানি ব্যবহার করে রবি শস্য চাষে উদ্বুদ্ধ করার জন্যই এই উদ্যোগ।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন