সুন্দরগঞ্জে নারী শ্রমিকরা মজুরী বৈষম্যের শিকার

  07-03-2018 10:11PM

পিএনএস, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি : সুন্দরগঞ্জ উপজেলায় নারী শ্রমিকরা মজুরী বৈষম্যের শিকার হয়ে মাটে-ঘাটে শ্রম বিক্রি করছেন।

জানা গেছে, সর্বত্রই পুরুষ শ্রমিক সংকট ও মজুরী বেশি হওয়ায় নারী শ্রমিকদের প্রতি বেশি ঝুঁকে পড়ছেন কৃষকরা। কর্মক্ষেত্রে মজুরী বৈষম্য জেনেও জীবিকার তাগিদে তারা কাজ করে যাচ্ছেন। রামজীবন ইউনিয়নের সুর্বণদহ গ্রামে বোরো ক্ষেত্রে কর্মরত নারী শ্রমিক আরিফা, জোবেদা, কহিনুর , জোসনাসহ অনেকে জানান কাজের ধরণ সময় অনুসারে মজুরী নির্ধারণ করা হলেও নারী শ্রমিক বলে তারা পুরুষ শ্রমিকের চেয়ে অনেক কম মজুরী পান।

তারা সারাদিন বোরো ধান ক্ষেতে আগাছা তোলার কাজে হাড় ভাঙ্গা পরিশ্রম করলেও মজুরী পাচ্ছেন এক থেকে দেড়শত টাকা। এমন মজুরী বৈষম্যের প্রশ্ন তুললে মালিকরা অনেক সময় নারী বলে তাদের কাজে নিতে অনিহা প্রকাশ করেন।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন