দুমকিতে করলা চাষে স্বাবলম্বী হয়েছেন মজিবুর

  11-03-2018 10:30PM

পিএনএস, দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি : পটুয়াখালীর দুমকিতে প্রায় ১৪শতক জমিতে করলা চাষ করে স্বাবলম্বী হয়েছেন মজিবুর সিকদার । দীর্ঘ কয়েক বছর প্রায় অনাবাদী ছিল ঐ জমি খন্ডটি, এ বছর নিজ উদ্যেগে জমিতে করলা চাষের পরিকল্পনা মাফিক চাষ শুরু করেন মজিবুর। কিছুদিনের মাথায় তিনি চাষকৃত করলা বাজারজাত করতে সক্ষম হয়।

এ চাষে তার ব্যয় হয়েছে মাত্র ৬ হাজার টাকা। এবং ৬০ হাজার টাকা বিক্রির লক্ষ্যমাত্রা নিয়ে ইতিমধ্যে প্রায় ৪০ হাজার টাকার করলা বিক্রি করেছেন । পটুয়াখালী জেলাধীন দুমকি উপজেলার আঠারগাছিয়া গ্রামের মৃত্যু হাসেম সিকদার এর ছেলে মজিবুর রহমান সিকদার। তিনি বলেন কৃষি অফিস এর তত্ত্বাবধন থাকলে আমার মত অনেকে কৃষক সবজি চাষে আগ্রহী হবেন।

এতে ক্ষুদ্র কৃষকরা যেমন স্বাবলম্বী হবে তেমনি জনগনও দৈনিক খাদ্য তালিকায় সবজি রাখতে সক্ষম হবেন। আক্ষেপ করে আর বলেন এলাকায় দায়িত্বে কৃষি কর্মকর্তা থাকলেও তার দেখা পাওয়া যায় নি। তবে উপজেলা কৃষি অফিসের সহযোগীতা পেলে সামনে আর ভাল কিছু করতে পারবো।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন