হাতীবান্ধায় কৃষকদের নিয়ে এ ডব্লিউ ডি প্রযুক্তি কর্মশালা

  15-03-2018 03:55PM

পিএনএস, লালমনিরহাট প্রতিনিধি : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭মার্চের ঐতিহাসিক ভাষন বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য হিসেবে ইউনেস্কো স্বীকৃতি পাওয়ার উপলক্ষ্যে লালমনিরহাট জেলার হাতীবান্ধায় উপজেলায় কৃষি জমিতে সেচ সাশ্রয়ী অভিজ্ঞতা অর্জনে হাতে কলমে এ ডব্লিউ ডি প্রযুক্তি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে উপজেলা কনফারেন্স কক্ষে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ, রাজশাহী ও আর্ন্তজাতিক ধান গবেষনা ইনস্টিটিউট যৌথ ভাবে এ কর্মশালার আয়োজন করেন।

বিএমডি’র কুড়িগ্রাম রিজিয়নের নির্বাহী প্রকৌশলী নূর ইসলামের সভাপতিত্বে উক্ত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিএমডিএ রাজশাহীর চেয়ারম্যান ও সাবেক এমপি ড. আকরাম হোসেন চৌধুরী।

এতে আরও বক্তব্য রাখেন, রংপুর নেসকো লিমিটেডের প্রধান প্রকৌশলী শাহাদাৎ হোসেন সরকার, উক্ত কর্মশালায় মূল প্রশিক্ষক আর্ন্তজাতিক ধান গবেষনা ইনস্টিটিউটের কনসালটেন্ট ড. আহমাদ সালাহুদ্দীন, লালমনিরহাট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক বিধু ভূষণ রায়, বিএমডির রংপুর সার্কেলের তত্বাবধায়ক প্রকৌশলী নূরে আলম, উপজেলা নির্বাহী অফিসার আমিনুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা আনোয়ার হোসেন ও বরেন্দ্র বহুমূখী উন্নয়ন কর্তৃপক্ষের হাতীবান্ধা সহকারী প্রকৌশলী মনোয়ার হোসেন প্রমূখ।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল


@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন