সুন্দরগঞ্জে সিম চাষে আগ্রহী হয়ে উঠছে কৃষকরা

  06-11-2018 06:06PM

পিএনএস, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি : অল্প খরচে অধিক লাভের আশায় বিভিন্ন জাতের সিম চাষে আগ্রহী হয়ে উঠছে সব শ্রেণির কৃষকরা। বসত বাড়ির উঠান, পরিত্যাক্ত জমি, বাগানের ফাঁকা জায়গায় এমনকি আবাদি জমিতে ইদানিং সিম চাষ করে অধিক লাভবান হচ্ছে কৃষকরা। বিশেষ করে তিস্তার চরাঞ্চলে অনেক প্রান্তিক কৃষক জমি বর্গা নিয়ে সিমসহ বিভিন্ন তরিতরকারি চাষাবাদ করছে। অনেকে রাসয়ানিক সার ব্যবহার না করে কম্পোষ্ট সার ব্যবহার করে বিষমুক্ত সিম চাষ করছে।

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে ফিরে দেখা গেছে কৃষকরা এখন ধান চাষাবাদ না করে বিভিন্ন মৌসুমে ভিন্ন জাতের শাক সবজি ও তরিতরকারি চাষাবাদে ঝুকে পড়ছে। কথা হয় উপজেলার দহবন্দ ইউনিয়নের দক্ষিণ ধুমাইটারী গ্রামের সিম চাষি আমিনুল ইসলামের সাথে। তিনি বলেন চলতি মৌসুমে তিনি ৪৫ শতক জমিতে সিম চাষ করেছেন। এ পর্যন্ত তার খরচ হয়েছে ২০ হাজার টাকা। গত ১৫দিন হতে তিনি সিম বিক্রি শুরু করেছেন। ইতিমধ্যে তিনি ৫ হাজার টাকার সিম বিক্রি করেছেন। তিনি আশাবাদি যদি কোন প্রাকৃতিক দুর্যোগ না হয় তাহলে ওই জমির সিম বিক্রি করে ১ লাখ টাকা লাভ করবেন।

তিনি আরও বলেন, দিন-দিন সিমের বাজারদর বেড়েই চলছে। সুন্দরগঞ্জ বাজারের কাঁচামাল ব্যবসায়ী হামিদুল ইসলাম জানান, বর্তমান বাজারে প্রতি কেজি সিম বিক্রি হচ্ছে ৮০ হতে ১০০ টাকা দরে। কয়েক দিনের মধ্যে বাজারদর কমে যাবে। উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রাশেদুল ইসলাম জানান, শাক সবজি ও তরিতরকারি চাষাবাদে অধিক লাভ। সে কারণে কৃষকরা দিন দিন এসব চাষাবাদে ঝুকে পড়ছে। তাছাড়া এসব চাষাবাদে পরিশ্রম এবং খরচও কম হয়।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন