ডিমলায় বোরো ধানে ভালো ফলন পাওয়ায় কৃষকের মুখে হাসি!

  06-05-2019 07:49PM

পিএনএস, ডিমলা (নীরফামারী) প্রতিনিধি : নীলফামারী ডিমলা উপজেলা সদর ইউনিয়ন বাবুর হাট ব্লোকে কৃষক মোঃ জাহাঙ্গীর আলম শুকনো অবস্থায় জমিতে আগাম বোরো ফসল বিঘা প্রতি ১৮ মণ ব্রী-ধান-৮১ নমুনা ফসল কর্তন করায় সন্তষ প্রকাশ করেছেন।

তার এ ফসল দেখে উক্ত এলাকার অনেক কৃষকেই ওই ফসল ফলানোর আগ্রহ প্রকাশ করেন। ৫মে সকাল ১১টায় নমুনা ফসল কর্তনের সময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা (কৃষিবিদ) মোঃ সেকেন্দার আলী। আরো উপস্থিত ছিলেন, কৃষি সম্প্রসারণ অফিসার কনক চন্দ্র রায়, সহকারী কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ সাইফুর রহমান, সংশ্লিষ্ট ব্লোকের উপ-সহকারী কৃষি অফিসার শওকত রেজা।

বোরো ফসল ব্রী-ধান-৮১-এর জাত সম্পর্কে কৃষিবিদ বলেন, উক্ত জাতটি ব্রী-ধান-২৮-এর বিকল্প হিসেবে উপজেলা কৃষি বিভাগ প্রদর্শনী সহ পরামার্শ প্রদান করে। এই জাতটি ১২০ থেকে ১২৫ দিনের মধ্যে কর্তন করা যায়। জাতটি আগাম, অল্প জমিতে বেশী ফলন, চাল চিকন এবং ভাত ঝড়ঝড়ে ও সুস্বাদু হওয়ায় জাতটিকে চাষাবাদে অনেকে অগ্রহ প্রকাশ করেছে।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন