চুয়াডাঙ্গায় অভ্যন্তরীন বোরো চাল সংগ্রহ শুরু

  16-05-2019 04:07PM

পিএনএস, চুয়াডাঙ্গা সংবাদদাতা : চুয়াডাঙ্গায় ২০১৯ মরসুমে অভ্যন্তরীন বোরো চাল সংগ্রহ শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টায় সদর উপজেলা খাদ্য গুদাম থেকে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক গোপাল চন্দ্র দাস।

জেলা খাদ্য নিয়ন্ত্রক রেজাউল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) খোন্দকার ফরহাদ আহমদ, কৃষি কর্মকর্তা আফরিন বিনতে আজিজ, জেলা চালকল/মিল মালিক সমিতির সভাপতি আব্দুল্লাহ শেখ।

এ ছাড়াও উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আব্দুল খালেক, আলমডাঙ্গা উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোফাক্ষারুল ইসলাম, সদর উপজেলা খাদ্য পরিদর্শক জাহাঙ্গীর হোসেন, দামুড়হুদা উপজেলা খাদ্য পরিদর্শক পলাশ আহমেদ, কারিগরী খাদ্য পরিদর্শক আনিছুর রহমান, সদর উপজেলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহাবুল ইসলাম, সরোজগঞ্জ খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রবোধ কুমার পাল, আলমডাঙ্গা উপজেলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা নিয়ারাজ হুসাইন, জীবননগর উপজেলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা রমজান আলী, দর্শনা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুজ্জামান প্রমুখ।

উল্লেখ্য, আজ বৃহস্পতিবার (১৬ মে) থেকে আগামী আগস্ট মাস পর্যন্ত চুয়াডাঙ্গা জেলার চার উপজেলা জেলা থেকে মোট ৬ হাজার ৪৯০ টন চাল সংগ্রহ করা হবে। যা লাইসেন্সধারী মিলার বা চালকল মালিকরা সরাসরি খাদ্য বিভাগের গুদামে সরবরাহ করবেন। মিলাররা সংগ্রহ নীতিমালা অনুসারে বিনির্দেশ মেনে সরবরাহকৃত চালের কেজি প্রতি সরকারি দাম পাবেন ৩৬ টাকা।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন