বিরামপুরে ইরির লক্ষমাত্রা ও অর্জন

  21-05-2019 04:48PM

পিএনএস, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি : চলতি মৌসুমে বিরাপুরে ইরি ফসলের লক্ষমাত্রা ছিল ১৬,১৬৫ হেক্টর জমি। উৎপাদিত হয়েছে ১৬,২০০ হেক্টর জমিতে। ফসল উৎপাদনের লক্ষমাত্রা ছিল ৬৬,০৫৫ মেঃ টন সম্ভাব্য উৎপাদন ৬৮,০৪০ মেঃ টন।

কৃষকের বিঘা প্রতি জমিতে সম্ভাব্য চাষ খরচ হয়েছে পানিসেচ ১৩০০টাকা, বীজ ৮০০ টাকা, সার ২৫০০ টাকা, শ্রমিক ১২০০ টাকা, ধান কর্তন করা ৩৮০০ টাকা, মোট ৯,৬০০ টাকা।

যদিও সরকারি ভাবে ধানের কেজি প্রতি মূল্য নির্ধারণ করা হয়েছে ২৬ টাকা। কিন্তু কৃষক পাচ্ছে বাজারে কেজি প্রতি সম্ভাব্য ১২ টাকা ।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন