ক্ষেতমজুরদের স্বার্থ রক্ষার দাবি

  06-09-2019 11:20PM

পিএনএস ডেস্ক: ক্ষেতমজুর ও গ্রামীণ মজুরদের স্বার্থ রক্ষার দাবি জানিয়েছে বাংলাদেশ ক্ষেতমজুর সমিতি নামক একটি সংগঠন। রাজধানীর পল্টনে মুক্তি ভবনের মৈত্রী মিলনায়তনে দুদিনব্যাপী বর্ধিত সভায় শুক্রবার (৬ সেপ্টেম্বর) এ দাবি জানানো হয়।

সেই সঙ্গে আগামী ৭ সেপ্টেম্বর সভার দ্বিতীয় দিনে দাবি আদায়ে বিভিন্ন আন্দোলন-কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানানো হয় আয়োজক সংগঠনের পক্ষ থেকে।

সভায় অংশ নিয়ে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, দেশে এখনও অধিকাংশ মানুষের সরকার প্রতিষ্ঠিত হয়নি। বারবার দুর্নীতিবাজদের কবলে পড়ছে দেশ। সবার অধিকার প্রতিষ্ঠার জন্যই লাখ লাখ শহীদ নিজেদের জীবন বিসর্জন দিয়েছেন। রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতার স্বপ্ন থেকে ক্ষমতাসীনরা অনেক দূরে সরে গেছে।

সংগঠনের সভাপতি অ্যাডভোকেট সোহেল আহমেদের সভাপতিত্বে কেন্দ্রীয় কমিটির প্রতিবেদন উত্থাপন করেন সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন রেজা। এ ছাড়া বর্ধিত সভায় আরও উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি ডা. ফজলুর রহমান, রফিকুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক অর্ণব সরকার, নির্বাহী কমিটির সদস্য মোতালেব হোসেন প্রমুখ।

পিএনএস/ হাফিজুল ইসলাম

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন