‌‘প্রতি জেলায় নিরাপদ সবজি কর্নার থাকতে হবে’

  26-10-2019 05:10PM

পিএনএস ডেস্ক : কৃষি মন্ত্রণালয়ের সচিব মো. নাসিরুজ্জামান বলেছেন, প্রতিটি জেলায় অন্তত একটি নিরাপদ বা বিষমুক্ত সবজির দোকান থাকতে হবে। নিরাপদ সবজির সার্টিফিকেট আমরা দেবো। অনেক জেলায় ইতোমধ্যে বিষমুক্ত সবজির বাজার তৈরি হয়েছে। এতে কৃষকের পাশাপাশি সাধারণ মানুষও লাভবান হবে। মন্ত্রণালয়ের মাধ্যমে ঢাকায় একটি বিষমুক্ত সবজির বাজার স্থাপনের চিন্তা করা হচ্ছে।

তিনি আজ শনিবার বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বারি) সেমিনার কক্ষে ‘বারি-ডিএই-পিকেএসএফ সমঝোতা স্মারক পর্যালোচনা’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

কর্মশালায় অনান্যের মধ্যে বক্তব্য রাখেন পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ্, বারি’র মহাপরিচালক ড. আবুল কালাম আযাদ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই) রুটিন দায়িত্বে থাকা মহাপরিচালক চন্ডী দাস কুন্ডু, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের (ব্রি) মহাপরিচালক ড. মো. শাহজাহান কবীর। কর্মশালায় বারি ব্রি, ডিএই এবং পিকেএসএফের পক্ষ থেকে নিজ নিজ কার্যক্রম উপস্থাপনা উপস্থাপন করা হয়।

পিএনএস/জে এ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন