লক্ষ্মীপুরে ঘূর্ণিঝড়ের প্রভাবে আমন ধানের ব্যাপক ক্ষতি

  13-11-2019 06:20PM

পিএনএস, লক্ষ্মীপুর থেকে মো: রবিউল ইসলাম খান : ঘূর্ণিঝড় বুলবুলে লক্ষ্মীপুরে রোপা আমন, শীতকালিন শাক-সবজি, মাসকলাই, খেসারী, মরিচ, ধনিয়াসহ বিভিন্ন ধরনের ফসলে ব্যাপক ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রন্থ কৃষকরা সরকারের কাছে সহযোগীতা চেয়েছে। সরেজমিনে গিয়ে শাকচর, ভবাণীগঞ্জ, তেওয়ারীগঞ্জ, চাঁদখালী, মজু চৌধুরী হাটসহ বিভিন্ন এলাকায় গিয়ে দেখা যায় বিভিন্ন এলাকায় রোপা আমন পানি ডুবে আছে পাশাপাশি শীতকালিন সবজির মাঠ ক্ষতিগ্রস্থ অবস্থায় পড়ে আছে।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, ঘূর্ণিঝড় বুলবুলে প্রভাবে টানা বৃষ্টি ও বাতাসে লক্ষ্মীপুর জেলার ৫ টি উপজেলায় মোট ৭৮ হাজার ৫ শত ৯৫ হেক্টর রোপা আমন ক্ষতিগ্রস্থ হয়। এ ছাড়া শীতকালিন শাক-সবজি ১০০ হেক্টর, মাসকলাই ৫৫ হেক্টর, খেসারী ১৫০ হেক্টর, মরিচ ৩৯ হেক্টর, ধনিয়া ১৮ হেক্টর ক্ষতিগ্রস্থ হয়।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক বেলাল হোসেন খান বলেন, ঘূর্ণিঝড় বুলবুলের কারনে জেলায় ৭৮ হাজার ৫ শত ৯৫ হেক্টর রোপা আমনসহ বিভিন্ন ফসল ক্ষতিগ্রস্থ হয়। ইতিমধ্যে ক্ষতিগ্রন্থ ফসলের তালিকা কর্তৃপক্ষ লিখিত ভাবে অবহিত করা হয়েছে।

এর বলেন, ঝূর্ণিঝড়ের প্রভাবে বৃষ্টি ও প্রবল বাতাসে আমন ফসল হেলে পড়ে যায়। অন্যান্য ফসল অতিবৃষ্টির ফলে জলমগ্ন অবস্থায় আছে। এমতঅবস্থায় নালা কেটে জমি থেকে পানি নিস্কাশনের জন্য কৃষকদের পরামর্শ দেওয়া দেয়া হয়েছে। পানি নেমে যাওয়ার পর ক্ষয়ক্ষতির চূড়ান্ত প্রতিবেদন তৈরি করা হবে বলে জানান তিনি।

পিএনএস/মো. শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন