আক্কেলপুরে বাজারে উঠতে শুরু করেছে নতুন পেঁয়াজ

  14-11-2019 10:11AM

পিএনএস ডেস্ক :জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার বিভিন্ন বাজারে উঠতে শুরু করেছে নতুন মুড়ি পেঁয়াজ। এতে কিছুটা হলেও কমতে শুরু করেছে পুরাতন পেঁয়াজের দাম।

চাষীরা বলছেন, একদিকে যেমন ফলন ভালো অন্যদিকে বাড়তি বাজার চাহিদার কারণে দামও বেশি। এতে লাভবান হচ্ছেন কৃষক। কৃষি কর্মকর্তাদের আশা, এবার দেড়-দুই গুন লাভ গুনতে পারবেন চাষীরা।

পেঁয়াজের ক্ষেতে ব্যস্ত কৃষক। পাতাসহ মুড়ি পেঁয়াজ তুলতে ভোর থেকে ব্যস্ত চাষীরা। বেশ কয়েকদিন ধরে পেঁয়াজের চড়া বাজার দরের কারণে এবার আগে ভাগেই তুলতে শুরু করেছেন পাতাসহ পেঁয়াজ। এতে নতুন পেঁয়াজের যেমন বেশি দাম পাচ্ছেন চাষীরা। তেমনি তা পুরান পেঁয়াজের ঝাঁজেও লাগাম পরাতে শুরু করেছে এতে কমছে বাজার দর।

পেঁয়াজ রোপনের পর তুলতে সময় লাগে ৪৫ দিন। তবে বাড়তি মুনাফার আশায় অনেক কৃষক ৩০/৩৫ দিনেই তুলে ফেলছেন পেঁয়াজ।

উপজেলা উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মো. ইদ্রিস আলী জানান, এ বছর অসময়ে বৃষ্টির কারণে কিছুটা পেঁয়াজের ক্ষতি হয়েছে। তবুও উপজেলায় ১৫ হেক্টর জমিতে মুড়ি পেঁয়াজের চাষ করা হয়েছে। পেঁয়াজের ফলনও ভালো হয়েছে। পাশাপাশি বাড়তি দামের কারণে অন্যান্য বারের তুলনায় বেশি লাভবান হবেন কৃষকেরা।


পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন