চরাঞ্চলে সূর্যমুখী ফুলের বাণিজ্যিক চাষাবাদ

  15-05-2020 04:12PM

পিএনএস, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি : এখনও অনেকে জানে না সূর্যমুখী ফুল হতে তেলসহ নানাবিধ উপকরণ তৈরি করা হয়। অনেকের ধারনা বাড়ির উঠানে শোভাবর্ধনের জন্য সুর্যমুখী ফুল লাগানো হয়। চলতি মৌসুমে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার তিস্তার চরাঞ্চলে সেই সুর্যমুখী ফুলের বাণিজ্যিক ভাবে চাষাবাদ শুরু করা হয়েছে।

২০১৯-২০২০ অর্থ বছরে রাজস্ব খাতের অর্থায়নে উপজেলার কাপাসিয়া ইউনিয়নের বাদামের চরে প্রদর্শনী প্লোটের মাধ্যেমে সুর্যমুখী ফুলের চাষাবাদ করা হয়। ফলনও হয়েছে ভাল। কৃষক শাহাদৎ হোসেন জানান উপসহকারি কৃষি কর্মকর্তা লিটন মিয়ার সার্বিক সহযোগিতায় একবিঘা জমিতে হাইসান-৩৩ জাতের সূর্যমুখী ফুল চাষ করেছে। একবিঘা জমিতে তার খরচ হয়েছে ১০ হাজার টাকা। আগামী এক সপ্তাহের মধ্যে ফলন ঘরে তোলা যাবে। তবে এর বাজার দর সর্ম্পকে ধারনা নেই কৃষক শাহাদৎ হোসেনের। উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সৈয়দ রেজা-ই মাহমুদ জানান, বানিজ্যিক ভাবে সবে মাত্র চাষাবাদ শুরু হয়েছে। আশা করছি দিন দিন এর চাষাবাদ বৃদ্ধি পাবে।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন