ব্রাহ্মণবাড়িয়ায় মাল্টার বাম্পার ফলন!

  25-09-2020 04:45PM

পিএনএস ডেস্ক:ব্রাহ্মণবাড়িয়ায় মাল্টার বাম্পার ফলন হয়েছে। জেলার নয়টি উপজেলার মধ্যে বিজয়নগর, কসবা ও আখাউড়া উপজেলায় মাল্টার চাষ করা হয়েছে। সাইট্রাস ডেভেলপমেন্ট প্রকল্পের আওতায় প্রথমে জেলায় মাল্টার চাষ শুরু হয়। এর মধ্যে মিষ্টির উপজেলা হিসেবে পরিচিত বিজয়নগর উপজেলায় সবচেয়ে বেশি মাল্টার চাষ করা হয়েছে। বিজয়নগরের খাটিংগা সেজামুড়া, প্রভৃতি এলাকায় মাল্টা বাগান রয়েছে।

মাল্টা চাষিরা জানান, চলতি বছরে আবহাওয়া অনুকূলে থাকায় এ বছর মাল্টার বাম্পার ফলন হয়েছে। মাল্টা বাজারে বিক্রি করতে পারলে তারা আর্থিকভাবে লাভবান হবেন। মাল্টার রং হলুদ হতে শুরু করেছে।

মাল্টা বাগান দেখতে আসা বিজয়নগর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. মাহবুবুর রহমান বলেন, মাল্টা বাগান ঘুরে দেখে আমার খুব ভাল লাগছে। মাল্টার ফলনও ভালো হয়েছে।

প্রেসক্লাব বিজয়নগরের সভাপতি মৃণাল চৌধুরী লিটন বলেন, গত বছরের তুলনায় এ বছর মাল্টার বাম্পার ফলন হয়েছে। মাল্টা বাগান ঘুরে দেখে আমার খুব ভালো লাগছে।

উপ-সহকারি কৃষি অফিসার মো.আশরাফুল আলম জানান, এ বছর উপজেলায় মাল্টার বাম্পার ফলন হয়েছে। মাল্টা এখন কাটা শুরু হয়েছে। মাল্টার ফলন ভাল হওয়ার কারণে মাল্টা চাষিরা আর্থিকভাবে লাভবান হবে। মাল্টা চাষিদের সব ধরনের সহযোগিতা ও পরামর্শ প্রদান করা হচ্ছে।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. রবিউল হক মজুমদার জানান, এ বছর জেলায় প্রায় ১৩ কোটি টাকার মাল্টা বিক্রি হবে। মাল্টার ফলন ভালো হয়েছে।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন