শেরপুরে শিমের কেজি ৫ টাকা

  28-01-2021 02:51PM

পিএনএস ডেস্ক : শেরপুরে শীতকালীন ফসল শিমের কেজি এখন মাত্র ৫ টাকা। শেরপুরের চরাঞ্চল ও সীমান্ত এলাকাজুড়ে এই শিমের ব্যাপক ফলন হয়েছে বলে জানিয়েছেন চাষিরা।

উৎপাদক পর্যায়ে শিম প্রতিকেজি এখন বিক্রি হচ্ছে ৪/৫ টাকায়। পাইকারি পর্যায়ে বিক্রি হচ্ছে ৬/৭ টাকা। খুচরা পর্যায়ে ১০ টাকাতেই মিলছে শিম।

তাছাড়া অন্যান্য সবজি কপি, বেগুন, লাউ, কাঁচা মরিচ, আলুর দামও কমেছে ব্যাপক হারে। বাজার গুলোতে সবজি এখন ভরপুর।

চরাঞ্চলের ঈলশা এলাকা সবজি উৎপাদক সমেজ উদ্দিন জানিয়েছেন, প্রথম প্রথম একটু ভালো দামে সবজি বিক্রি করা গেলেও এখন সবজি পাইকাররা নিতেও চায় না। দামও কম। এত টাকা খরচ ও পরিশ্রম করে করে সবজি উৎপাদন করে এখন বিপদে পড়েছি। লাভ তো দূরের কথা।

পিএনএস/এসআইআর

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন