বৈরি আবহাওয়া তারপরও আশানুরূপ বোরো ফলন

  27-04-2021 06:53PM

পিএনএস, পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : বৈরি আবহাওয়া তারপরও খুলনার পাইকগাছায় বোয়ালিয়া বীজ উৎপাদন খামারে আশানুরূপ বোরো ফলন হয়েছে। বোরো আশানুরূপ ফলন থেকে ভাল বীজ পাওয়া যাবে বলে খামার কর্তৃপক্ষ আশাবাদী। মৌল বীজ থেকে ভিত্তি উৎপন্ন করা হবে।

খামার সূত্রে জানাগেছে, চলতি বোরো মৌসুমে খামারে ৫১ একর জমিতে বোরো ধানের আবাদ হয়েছে। এর মধ্যে ব্রি ধান-৫০, ২০ একর ও বিনা ধান-১০, ৩১ একর জমিতে ধানের আবাদ করা হয়েছে। ধানের ফুল ধরার সময় ৫ এপ্রিল ঝড় ও ইট ভাটার ধোঁয়া-ছাইয়ের দূষণে ১০ একর বিনা ধানের ক্ষতি হয়েছে। এ প্রতিকূল আবহাওয়া পরও বোরো আবাদ ভাল হয়েছে। আবার লবণাক্ত এলাকায় এ খামারের অবস্থান হওয়ায় আবাদে অধিক পরিচর্যা করতে হয়। প্রতিকূল আবহাওয়া পরও সার্বক্ষণীক তদারকি করায় বোরো ফলন ভালো হয়েছে। খামারের ধান পাকা শুরু হয়েছেও পাকা ধান কর্তন চলছে। বোয়ালিয়া বীজ উৎপাদন খামারের সিনিয়র সহকারী পরিচালক কৃষিবিদ মো. হারুন জানান, ধানের ফুল ধরার সময় ৫ এপ্রিল ঝড় ও ইট ভাটার ধোঁয়ার কারনে ১০ একর বিনা ধানের ক্ষতি হয়েছে। এরপরও খামারের উৎপাদিত বোরো ফলন থেকে বীজ তৈরীর লক্ষ্যমাত্রা অর্জিত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

পিএনএস/এসআইআর





@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন