সোনালী স্বপ্নে পাটচাষিরা

  17-07-2016 06:26AM


পিএনএস: এক সময়ের সোনালী আঁশ পাটের সুদিন আবার ফিরে এসেছে। আর কৃষকরা দেখছে সোনালী স্বপ্ন। অবহেলা, অদক্ষতা, অব্যবস্থাপনা এবং সীমাবদ্ধতার কবলে পড়ে হারিয়ে যাওয়া পাটচাষ ফিরে এসেছে সগৌরবে। জলবায়ু পরিবর্তনে প্রকৃতি ও পরিবেশ বাঁচাতে পরিবেশবান্ধব পাটের গৌরব ফিরে আসার উজ্জ্বল সম্ভাবনা দেখা দিয়েছে। এতে করে সোনালী আঁশ পাট ফিরে পাবে তার পুরনো ঐতিহ্য। পাট ও পাট শিল্পের উন্নয়ন দেশের অর্থনৈতিক উন্নয়নে বড় ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করছে সংশ্লিষ্ট কর্মকর্তারা। এবছর রংপুরের কাউনিয়া উপজেলার ৬টি ইউনিয়নে পাটের আশান্বিত ফলন হয়েছে। গ্রামের রাস্তার দুই ধারে পাটের সারি সারি মেলা বসেছে। কৃষকরা এখন পাট ধোয়া এবং শুকানোর কাজে ব্যস্ত সময় পার করছে। পর পর কয়েক বছর লোকসান হলেও এবছর বাজারে পাটের ভালো দাম পাওয়ায় তাদের মুখে ফুটে উঠেছে হাসির ঝিলিক। কৃষকদের সঙ্গে কথা বলে জানা যায়, গত ৪/৫ বছর আগেও বাজারে পাটের দাম ছিল না। এবছর পাটের মণ দেড় হাজার থেকে দুই হাজার টাকা করে চলছে। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি বছর কাউনিয়া উপজেলায় তোষা এবং সাদা জাতের প্রায় ১৫শ’ হেক্টর জমিতে পাটচাষ হয়েছে। এরই মধ্যে কৃষকদের প্রশিক্ষণ এবং রিবোনেটি মেশিন বিতরণ করা হয়েছে। বিশ্ব বাজারে পাট ও পাটজাত পণ্যের চাহিদা থাকায় সোনালী আঁশের দেশ বাংলাদেশ আবারো সারা বিশ্বে পরিচিতি লাভ করবে বলে মনে করেন সংশ্লিষ্ট কর্মকর্তা।



পিএনএস/বাকীবিল্লাহ্


@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন