নানা জাতের গাছের পসরা নিয়ে চলছে মাসব্যাপী বৃক্ষমেলা

  20-08-2016 12:08PM



পিএনএস: আগারগাঁওয়ে চলছে মাসব্যাপী বৃক্ষমেলা। নানা জাতের গাছের পসরা নিয়ে বসেছে সরকারি-বেসরকারি ৭৫টি স্টল। বাড়ির ছাদ বা বারান্দায় সবুজের সান্নিধ্য পেতে ভিড় করছেন নগরবাসী।

মেলাজুড়েই ঝলমল করছে অর্কিড, ক্যাকটাস, পাতা বাহারসহ বনসাই। সঙ্গে আছে নানা পদের ফুলের গাছ। যেন চলছে, নিজেদের সৌন্দর্য্য প্রকাশের প্রতিযোগিতা। টব বা ড্রামে দাঁড়িয়ে ফলসহ আম, বাতাবি, পেয়ারা ও কামরাঙ্গার গাছ। বাড়ির ছাদ বা বারান্দায় রাখা যাবে অনায়াসেই।

একসঙ্গে এতো জাতের গাছের খোঁজ সব জায়গায় মেলে না তাই এই সুযোগ হাতছাড়া করতে নারাজ নগরবাবাসী। মেলায় আটটি সরকারিসহ স্টল ৭৫টি। ফুল ও ফল ছাড়াও বিক্রি হচ্ছে নানা পদের মসলা ও ভেষজ গাছের চারা।

মেলায় পাওয়া যাচ্ছে বীজ-সার আর পরিচর্যা সামগ্রীও। বিক্রি হচ্ছে বৃক্ষরোপন ও চাষাবাদের ওপর নানা বই।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন