টমেটো চাষিদের প্রাণ’র প্রশিক্ষণ

  04-09-2016 11:44PM


পিএনএস: রাজশাহী বিভাগে চাষিদের উন্নত প্রযুক্তির মাধ্যমে উচ্চ ফলনশীল জাতের টমেটো চাষ এবং রোগ-বালাই দমন ব্যবস্থাপনা বিষয়ে প্রশিক্ষণ দিয়েছে প্রাণ।


প্রাণ এগ্রো বিজনেস লিমিটেডের প্রধান পরিচালন কর্মকর্তা মাহতাব উদ্দিন বলেন, ওই প্রশিক্ষণে কীভাবে টমেটো চাষের উৎপাদন খরচ কমানো যায় সে বিষয়ে কৃষকদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

কোম্পানির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রাণের চুক্তিভিত্তিক ৪০ জন লিড টমেটো চাষিকে নিয়ে নাটোরে প্রাণ এর এগ্রো লিমিটেডের কারখানায় দিনব্যাপী এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

এতে রাজশাহী বিভাগের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক ফজলুর রহমান, নাটোর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আলহাজ্ব উদ্দিন এবং সদর উপজেলার কৃষি কর্মকর্তা সাইফুল ইসলাম উপস্থিত ছিলেন।



পিএনএস/ বাকিবিল্লাহ্

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন