বাংলাদেশ ছাড়ছে শেভরন

  14-10-2016 10:56AM

পিএনএস ডেস্ক: মন্দা এবং জ্বালানির দাম কমে যাওয়ায় বাংলাদেশ থেকে ব্যবসা গুটিয়ে নেয়ার পরিকল্পনা করছে বহুজাতিক কোম্পানি শেভরন। বাংলাদেশের গ্যাসক্ষেত্রসহ অন্যান্য সম্পদ বিক্রির জন্য সরকারের সঙ্গে আলোচনা করতে আগ্রহী প্রতিষ্ঠানটি। বৃহস্পতিবার (১৩ অক্টোবর) কোম্পানির এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয় বাংলাদেশে বিবিয়ানা, জালালাবাদ ও মৌলভীবাজার এই তিনটি ব্লকে গ্যাস উত্তোলনের দায়িত্বে আছে শেভরন। বাংলাদেশে প্রতিষ্ঠানটির ২ বিলিয়ন ডলারের ব্যবসা আছে। তবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম পতনের প্রভাব পড়েছে প্রতিষ্ঠানের মুনাফায়।

এ সংকট নিরসনে বাংলাদেশেসহ চীন, থাইল্যান্ড ও ইন্দোনেশিয়ায় ব্যবসার অংশ বিক্রি করার পরিকল্পনা করছে প্রতিষ্ঠানটি।

পিএনএস/আলআমীন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন