রাজধানীতে সব মার্কেট আজ বন্ধ

  02-11-2016 11:17AM


পিএনএস ডেস্ক: প্যাকেজ ভ্যাট পূর্বের ন্যায় বহাল, ইন্ডাস্ট্রিয়াল ভ্যাট, ৩৬ লাখ টাকা থেকে ৫ কোটি টাকা পর্যন্ত ৩ শতাংশ টার্ন ওভার কর এবং ভ্যাট কর্মকর্তাদের হয়রানি বন্ধে আজ পুরান ঢাকা, নিউ মার্কেট ও এলিফ্যান্ট রোডসহ পুরো রাজধানীতে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সকল মার্কেট ও দোকান বন্ধ থাকছে। ব্যবসায়ী ঐক্য ফোরামের সাধারণ সম্পাদক আবু মোতালেব বিষয়টি নিশ্চিত করে বলেন।

তিনি আরো বলেন, ‘ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখার পাশাপাশি আমরা ব্যবসায়ীরা সকাল থেকে দুপুর পর্যন্ত দোকানের সামনে অবস্থান কর্মসূচি পালন করব। এরপরও যদি আমাদের দাবি মানা না হয় আমরা, বৃহৎ কর্মসূচিতে যাব।’

এর আগে গত ৩০ অক্টোবর এ দাবিতে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীরা রাজধানীর মতিঝিলে এফবিসিসিআই ভবনের সামনে ব্যবসায়ী ঐক্য ফোরামের ব্যানারে বিক্ষোভ কর্মসূচি পালন করেন। যেখানে মানববন্ধনে ও প্রতিবাদ সভা শেষে ব্যবসায়ীরা ২ নভেম্বর রাজধানীতে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রেখে পূর্ণদিবস ধর্মঘট পালনের বিষয়টি আবার ঘোষণা করেছিলেন।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন