দুদিন রাত ৮টা পর্যন্ত ব্যাং ক খোলা

  29-11-2016 07:24PM


পিএনএস: ব্যনক্তি শ্রেণির করদাতাদের আয়কর বিবরণী জমা দেওয়ার সুবিধায় মঙ্গল ও বুধবার সব ব্যাংকের শাখা রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে।

আয়কর বিবরণী জমা দেওয়ার সময় শেষ হওয়ার আগের দিন মঙ্গলবার বিকালে এই নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাং ক।

সব ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে পাঠানো সার্কুলারে বলা হয়েছে, প্রয়োজনীয় নিরাপত্তা সাপেক্ষে মঙ্গল ও বুধবার রাত ৮টা পর্যন্ত সব তফসিলি ব্যাংকের সব শাখা খোলা থাকবে।
ব্যক্তিশ্রেণির করদাতাদের আয়কর দেওয়ার শেষ দিন ৩০ নভেম্বর।

আয়কর নিতে সাপ্তাহিক ছুটির দিন শুক্র ও শনিবারসহ ৩০ নভেম্বর পর্যন্ত প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত দেশের সব কর অঞ্চলের কার্যালয় খোলা রাখছে এনবিআর।

বাংলাদেশে কর শনাক্তকরণ নম্বর (টিআইএন) নম্বরধারীর সংখ্যাব ১৮ লাখের মতো। এর মধ্যে গত বছর আয়কর বিবরণী জমা দেন ১৩ লাখ।

এবার নভেম্বরের শুরুতে এনবিআর আয়োজিত মেলায় প্রায় দুই লাখ আয়কর বিবরণী জমা পড়ে।

চলতি ২০১৬-১৭ অর্থবছরে মোট ২ লাখ ৪২ হাজার ৭৫২ কোটি টাকা রাজস্ব আদায়ের লক্ষ্য ধরেছে সরকার।

এরমধ্যে এনবিআরকে আদায় করতে হবে ২ লাখ ৩ হাজার ১৫২ কোটি টাকা।

আয়কর থেকে আদায়ের লক্ষ্য ধরা আছে ৭১ হাজার ৯৪০ কোটি টাকা।



পিএনএস/বাকিবিল্লাহ্

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন