শীতকাল তবুও বাড়ছে সবজির দাম

  30-11-2016 06:14AM

পিএনএস ডেস্ক : পলাশবাড়ীতে শীত আসার সাথে সাথে বাজারে উঠতে শুরু করেছে শীতের বাহারী সবজি। উপজেলার হাট-বাজারে বিভিন্ন রকমের শাকসবজি সারা বছর মিললেও শীতের সবজির আশায় থাকেন ক্রেতা- বিক্রেতা এবং চাষিরা।
এলাকার বিভিন্ন হাট-বাজারে শীতের সবজির আমদানি প্রচুর পরিমান হলেও দাম এখনও বেশ চড়া। বিক্রেতারা জানান, সবেমাত্র সবজি আসতে শুরু করেছে, ক্রেতাদের চাহিদা বেশি। তাই প্রথম অবস্থায় দামও বেশি।
ক্রেতা-বিক্রেতারা জানান, এক সপ্তাহ আগের চেয়ে শাকসবজির দাম কিছুটা কমলেও দাম এখনও নাগালের বাইরে। বাজারে নতুন ফুলকপি,শিম,বাধাকপি,বেগুন,পটল, ঝিঙ্গা ও করলা বেশি দামে বিক্রি হচ্ছে। তবে আলু, মুলা কেজি প্রতি ২৫ টাকা,কাঁচামরিচ ৪০, পিয়াজ ৩০ টাকায় প্রতি কেজি পাওয়া যাচ্ছে। লাউ প্রকার ভেদে ৩০-৪০ টাকা গুনতে হচ্ছে ক্রেতাদের কে।
সবজির দাম বেশী হওয়ায় চাহিদামত শাকসবজি ক্রয় করতে পারছে না ক্রেতা সাধারণ।এতে বিপাকে পড়েছে নিম্ন আয়ের মানুষ।

পিএনএস/হাফিজুল ইসলাম

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন