নয় লাখের গাড়ি ৮ লাখে

  05-12-2016 08:24PM

পিএনএস: বাংলাদেশের বাজারে নতুন আসা জেনেক্স ন্যানো অটোমেটিক গাড়ির দাম কমল ১ লাখ টাকা। শিল্পমন্ত্রী আমির হোসেন আমুর অনুরোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে গাড়ির দাম ৯ লাখ টাকা থেকে ১ লাখ টাকা কমিয়ে বিক্রির সিদ্ধান্ত নেন।

টাটা মোটরস বাংলাদেশ ও নিটল মোটরস যৌথভাবে দেশের বাজারে আনছে জেনেক্স ন্যানো অটোমেটিক গাড়ি। সোমবার রাজধানীর সোনারগাঁও হোটেলে এর উদ্বোধনী অনুষ্ঠানে শিল্পমন্ত্রী গাড়ির দাম প্রাথমিকভাবে ১ লাখ টাকা কমিয়ে বিক্রির অনুরোধ জানান। তার অনুরোধের প্রতি সমর্থন জানান নিটল-নিলয়ের চেয়ারম্যান ও ব্যবসায়ী সংগঠন এফবিসিসিআইয়ের সভাপতি মাতলুব আহমেদ। সে হিসেবে দেশের বাজারে গাড়িটির বিক্রয়মূল্য হবে ৭ লাখ ৯৫ হাজার টাকা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতের ডেপুটি হাইকমিশনার আদর্শ সাইকা ও উইমেনস চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি সেলিমা আহমাদ।



পিএনএস/বাকিবিল্লাহ্

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন