নরসিংদী চেম্বারের নেতৃত্বে মামুন-শিশির

  25-12-2016 03:38PM


পিএনএস: নরসিংদী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এনসিসিআই) নির্বাচনে আবেদ টেক্সটাইলের পরিচালক আবদুল্লাহ আল মামুন পুনরায় সভাপতি নির্বাচিত হয়েছেন।

শনিবার চেম্বার মিলনায়তনে অনুষ্ঠিত অফিস বিয়ারার নির্বাচনে পরিচালকদের সর্ব সম্মতিক্রমে তিনি সভাপতি নির্বাচিত হন।

সভায় সোনালী গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আলী হোসেন শিশির সিনিয়র সহ-সভাপতি ও মেসার্স শেখ অ্যান্ড কোং এর ব্যবস্থাপনা পরিচালক শফিকুল ইসলাম শেখ তুলু সহ-সভাপতি নির্বাচিত হয়েছে।

সাধারণ শ্রেণিতে নির্বাচিত অন্য পরিচালকরা হলেন- মমিনুর রহমান, আনোয়ার হোসেন, রাশেদুল হাসান রিন্টু, অলিউর রহমান রতন, সঞ্জয় কুমার সাহা, নাজিম উদ্দিন ভূঞা রিপন, রফিকুল ইসলাম, আবদুল কাইয়ুম মোল্লা, আল-আমিন রহমান ও মমিন মিয়া।

সহযোগী শ্রেণিতে নির্বাচিত অন্য পরিচালকরা হলেন- মোবারক হোসেন, নূরে আলম সিদ্দিকী, জাকির হোসেন, শহিদুল ইসলাম পলাশ ও সাইফুল ইসলাম জাহিদ।

নির্বাচন বোর্ডের চেয়ারম্যান নরসিংদী সরকারি কলেজের প্রাক্তন অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ আলী আনুষ্ঠানিকভাবে নির্বাচিতদের নাম ঘোষণা করেন।

এর আগে গত বৃহস্পতিবার নরসিংদী চেম্বারের নির্বাচন অনুষ্ঠিত হয়। সাধারণ সদস্য পদে ১২ জন পরিচালক বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হওয়ায় শুধু সহযোগী শ্রেণির ৬টি পদের বিপরীতে নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে শফিকুল ইসলাম শেখ তুলু প্যানেল বিজয় লাভ করে।

অফিস বিয়ারার নির্বাচনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, নরসিংদী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও চেম্বারের উপদেষ্টা মঞ্জুর এলাহী, উপদেষ্টা আফতাব উদ্দিন ভূঞা, সাবেক সভাপতি এ কে ফজলুল হক ও সাবেক সিনিয়র সহ-সভাপতি মোমেন মোল্লা প্রমুখ।

পিএনএস/বাকিবিল্লাহ্

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন