রিহ্যাব ফেয়ারে ৫২০ ফ্ল্যাট, ১৪৫ প্লট বুকিং হয়েছে

  26-12-2016 05:19PM

পিএনএস ডেস্ক: এবার পাঁচ দিনব্যাপী অনুষ্ঠিত রিহ্যাব ফেয়ারে ৫২০ ফ্ল্যাট ও ১৪৫ প্লট বুকিং হয়েছে।

সোমবার গণমাধ্যমে রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব) থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ বছর রিহ্যাব মেলায় ২৪ হাজার ৯২১ জন ক্রেতা-দর্শনার্থী মেলায় এসেছেন। এছাড়া মেলায় ফ্ল্যাট বুকিং হয়েছে ৫২০টি। যার বাজার মূল্য ৪১৬ কোটি টাকা এবং প্লট বুকিং হয়েছে ১৪৫টি, যার মূল্য ৭২ কোটি ৫০ লাখ টাকা। বাণিজ্যিক স্পেস ১৪টি, মূল্য ২৮ কোটি টাকা।

এ বছর মেলায় ব্যাংক কমিটমেন্ট এসেছে ৯১৭ কোটি টাকা। সব মিলিয়ে যার পরিমাণ দাঁড়িয়েছে ১ হাজার ৪৩৩ কোটি ৫০ লাখ টাকা।

বিগত বছরের তুলনায় মেলায় ক্রেতা-দর্শনার্থীর সমাগম ছিল অনেক বেশি ছিল।

‘স্বপ্নীল আবাসন সবুজ দেশ, লাল সবুজের বাংলাদেশ’ এই স্লোগনকে প্রতিপাদ্য করে এ বছর ২১ ডিসেম্বর থেকে ২৫ ডিসেম্বর এই মেলা অনুষ্ঠিত হয়। রোববার বড়দিন উপলক্ষে ছুটি থাকায় মেলার শেষ দিনে দুপুরের পর দর্শনার্থী-ক্রেতাদের সমাগম হয় অনেক। মেলা উপলক্ষে এককালীন মূল্য পরিশোধে বিভিন্ন ধরনের ছাড় দেয় নানা প্রতিষ্ঠান। এ বছর মেলায় ছোট এবং মাঝারি সাইজের ফ্ল্যাটের চাহিদা ছিল বেশি।

পিএনএস/আলআমীন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন