মুরগির দাম বেড়েছে

  30-12-2016 06:32PM

পিএনএস : বছরের শেষর একদিন বাকি থাকতে রাজধানীর কাঁচাবাজারগুলোতে অন্য পণ্যের দাম কমবেশি স্থিতিশীল থাকলেও ব্রয়লার মুরগির দাম বেশ বেড়েছে।
শুক্রবার ঢাকার রামপুরা, হাতিরপুল, বাড্ডা ও কারওয়ান বাজার ঘুরে দেখা যায়, খাদ্যপ্রাণ আমিষের অন্যতম উৎস এ পণ্যটির দাম ধরণভেদে গত সপ্তাহের তুলনায় সর্বোচ্চ ২০ টাকা পর্যন্ত বেড়েছে।

এই বাজারগুলোতে খুচরা বিক্রেতারা ব্রয়লার মুরগি প্রতি কেজি ১৬০ টাকা দরে বিক্রি করছেন, যা গত সপ্তাহে ছিল ১৪০ টাকা।
কারওয়ান বাজারের দোকানি সোহাগ বলেন, মুরগির দাম বেড়ে যাওয়ায় পাকিস্তানি কর্ক ও দেশি মুরগির দামেও প্রভাব পড়েছে।
“শীতের বিরূপ প্রভাবে খামারিরা উৎপাদন কমিয়ে দিয়েছেন বলে দাম বেড়েছে।”

কারওয়ান বাজারে প্রতিটির দাম ৫-১০ টাকা বেড়ে পাকিস্তানি কর্ক ২০০ থেকে ২২০ টাকা এবং মাঝারি আকারের দেশি মুরগি ২৩০-২৫০ টাকায় বিক্রি করতে দেখা যায়।
তবে রাষ্ট্রায়ত্ত বিপণন সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) হিসাবে, গত সপ্তাহের তুলনায় ব্রয়লার মুরগির দাম কমেছে।

টিসিবির ওয়েবসাইটে দেওয়া শুক্রবারের বাজার দরে দেখা যায়, প্রতি কেজি ব্রয়লার মুরগি ১৫০ টাকা থেকে ১৬০ টাকায় বিক্রি হচ্ছে, যা গত সপ্তাহে ১৫৫ টাকা থেকে ১৬৫ টাকায় বিক্রি হয়।
মুরগি ছাড়া অন্য মাংস আগের দামেই বিক্রি করতে দেখা যায়; গরুর মাংস ৪৫০ টাকা ও খাসি ৫০০ থেকে ৫৫০ টাকা বিক্রি হচ্ছিল।
শীতের মধ্যভাগে মওসুমি শাক সবজির বেশ সরবরাহ থাকায় গত সপ্তাহের তুলনায় দামের খুব একটা হেরফের হয়নি।

পিএনএস/মো: শ্যামল ইসলাম রাসেল




@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন