মীর কাশেম আলীকে আল্লাহ বেহেস্ত নসিব করুক : সৈয়দ আহসানুল আলম

  09-01-2017 01:32AM

পিএনএস ডেস্ক : ইসলামী ব্যাংকের সাবেক পরিচালক মীর কাশেম আলীকে আল্লাহ বেহেস্ত নসিব করুক বললেন, ইসলামী ব্যাংকের ভাইস চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আহসানুল আলম পারভেজ।
রোববার ইসলামী ব্যাংকের মতিঝিলের প্রধান শাখায় ইসলামী ব্যাংকের নবনিযুক্ত চেয়ারম্যানের সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।
ইসলামী ব্যাংকে নতুন চেয়ারম্যান আরাস্তু খান বলেন, ইসলামী ব্যাংক নিয়ে যে সমস্ত আলাপ আলোচনা হয়েছে সেসব বিষয়গুলোকে এড়িয়ে এবং সবার উপস্থিতি নিশ্চিত করে ব্যাংক পরিচালনা করা হবে।
তিনি বলেন, ‘এত দিন একটি বিশেষ দলের লোকদের কেবল নিয়োগ দেয়া হয়েছে। এখন থেকে নিয়োগ প্রক্রিয়া আরো স্বচ্ছ করা হবে। দেশের সব শ্রেণির মেধাবীরা যেন এই ব্যাংকে নিয়োগ পেতে পারেন সে ব্যাপারে উদ্যোগ নেয়া হবে।
তিনি আরো বলেন, ১০-১৫ বছর পূর্বে যে সমস্ত লেনদেন হয়েছে সেই লেনদেনগুলোকে খতিয়ে দেখা হবে এখানে কোনো অনিয়ম আছে কি-না।
আরাস্তু খান বলেন, ‘কোনো অবস্থাতেই এই ব্যাংকের নাম পরিবর্তন করা হবে না। ইসলামী ব্যাংক পরিচালনার ক্ষেত্রে দর্শন বা মৌলিকনীতির কোনো পরিবর্তন করা হবে না।’
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, ব্যাংকটি মেজর জেনারেল (অব.) ইঞ্জিনিয়ার আবদুল মতিন, অধ্যাপক অধ্যাপক ডা. কাজী শহিদুল আলম প্রমুখ।

পিএনএস/হাফিজুল ইসলাম

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন