মৃত্যুর পর অর্থ পরিশোধ করতে হবে না

  01-02-2017 06:23PM

পিএনএস: সরকারের কাছ থেকে ঋণ নিয়ে কোনো চাকরিজীবী মৃত্যু বা অক্ষমতাজনিত কারণে অবসরে গেলে অর্থ পরিশোধ করতে হবে না।

সম্প্রতি সরকারি কর্মকর্তা ও কর্মচারীর মৃত্যুর পর ঋণ আদায়ে সংশোধিত নীতিমালার পরিপত্র জারি করেছে অর্থ বিভাগ।

সেখানে অনাদায়ী আসল সুদ আদায়ে প্রশাসন ও ব্যয় নিয়ন্ত্রণের অতিরিক্ত সচিবকে প্রধান করে ৮ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।

কমিটি নিন্মলিখিত ক্ষেত্রে সুপারিশ করবে বলে জানা গেছে।

পরিপত্রে বলা হয়, ঋণগ্রহীতা সরকারি চাকরিজীবী মৃত্যুবরণ বা অক্ষমতাজনিত কারণে অবসর গ্রহণ করলে আসল ও সুদ মওকুফের বিষয় কমিটি বিবেচনা করবে। তবে প্রাপ্য গ্র্যাচুইটি মৃত্যুর পূর্বে নিষ্পত্তি হলে তাদের মওকুফ প্রস্তাব বিবেচনা হবে না। দায়দেনা গ্রস্ত, নিঃস্ব পরিবার ও পরিজন রেখে মৃত্যু হলে সেক্ষেত্রে আসল ও সুদ মওকুফযোগ্য হবে।

পরিপত্রে আরও বলা হয়, প্রাপ্য গ্র্যাচুইটি মোট ১২ লাখ টাকা বা তার বেশি হলে সেক্ষেত্রে আসল ও সুদ মওকুফ হবে না।


পিএনএস/বাকিবিল্লাহ্

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন