ডিমলায় মা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

  02-02-2017 03:37PM


পিএনএস, ডিমলা (নীলফামারী): ‘শিক্ষার আলো জ্বালব, ডিজিটাল বাংলাদেশ গড়ব’ এই শ্লোগানকে সামনে রেখে নীলফামারী ডিমলা উপজেলা পচারহাট সরকারী প্রাথমিক বিদ্যালয় কক্ষে ২ ফেব্র“য়ারী সকালে পি.টি.এ কমিটির সভাপতি মোঃ নাজমুল হকের সভাপতিত্বে মা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক মোঃ আলমগীর কবির পচারহাট সরকারী প্রাথমিক বিদ্যালয়, এম.এস.সি সহ-সভাপতি মশিয়ার রহমান, সহকারী শিক্ষক কৃষ্ণ রঞ্জন রায়, নুর জাহান বেগম, অনুপমা রানী রায়, মোঃ আব্দুল হামিদ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান পরিচালনা করেন মোঃ রবিউল ইসলাম রশিদ সহকারী শিক্ষক পচারহাট সপ্রাবি, উপস্থিত অভিভাবকদের উদ্দ্যেশে প্রধান শিক্ষক বলেন বাল্য বিবাহ নিরোধ, শিক্ষার মান উন্নয়নের জন্য বিদ্যালয়ে নিয়মিত উপস্থিত ও নৈতিকতার শিক্ষা নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

অপরদিকে একই ইউনিয়নের কুমারপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে স্কুল পরিচালনা কমিটির সভাপতি প্রদীপ কুমারের সভাপতিত্বে মা সমাবেশ অনুষ্ঠিত হয়। সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রধান শিক্ষক সুশান্ত কুমার রায়, সহকারী শিক্ষক নিরেন্দ্রনাথ রায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের মধ্যে বাবু বিদ্যা নাথ রায়।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন