রোটারি বাংলাদেশের জাতীয় সম্মেলন অনুষ্ঠিত

  18-02-2017 07:19PM

পিএনএস: রোটারি বাংলাদেশের জাতীয় সম্মেলনে আর্তমানবতার সেবায় এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন বক্তারা। শুক্রবার সকালে মিরপুর পুলিশ কনভেনশন সেন্টারে রোটারি ইন্টারন্যাশনাল বাংলাদেশ জেলা ৩২৮১-এর সম্মেলনে বক্তারা এ আহ্বান জানান।

উদ্বোধনী অধিবেশনে প্রধান অতিথি ছিলেন আন্তর্জাতিক রোটারির প্রেসিডেন্টের প্রতিনিধি ও সাবেক গভর্নর রূপক জৈন। বিশেষ অতিথি ছিলেন ক্যাপ্টেন শাহাব উদ্দীন আহমেদ (অব.) বীরোত্তম।

বক্তব্য রাখেন বাংলাদেশ রোটারির গভর্নর মোহাম্মদ আইউব, ইফতেখারুল আলম, পিডিজি সেলিম রেজা, রফিক আহমেদ সিদ্দীকি, ডিস্ট্রিক্ট ট্রেইনার কেএম জয়নুল আবেদীন, ডিআরএফসিসি মো. হাফিজ উল্লাহ, ডিজিএসসি গোলাম মুস্তফা, এসএএম শওকত, গভর্নর (নির্বাচিত) এফ এইচ আরিফ, গভর্নর (নমিনি) এ এফ এম আলমগীর, জেলা সেক্রেটারি রকিব সর্দার, কনফারেন্স কমিটির চেয়ারম্যান খন্দকার আব্দুস সালাম, সেক্রেটারি কাজী জাহিদুল ইসলাম প্রমুখ।

রূপক জৈন বলেন, রোটারির ১২ লাখ সদস্য এবং প্রায় ২ কোটি স্বেচ্ছাসেবক বিশ্বব্যাপী কল্যাণমূলক কর্মকাণ্ডে নিয়োজিত। বাংলাদেশ রোটারি এক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা পালন করে যাচ্ছে।

গভর্নর আইউব বলেন, বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশের সব সমস্যার সমাধান সরকারের একার পক্ষে সম্ভব নয়। দুঃখী মানুষের সেবায় রোটারিসহ বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান সে ক্ষেত্রে বলিষ্ঠ ভূমিকা পালন করে যাচ্ছে। বিত্তশালী ব্যক্তি ও প্রতিষ্ঠানকে স্বনির্ভর বাংলাদেশ গঠনে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।


পিএনএস/বাকিবিল্লাহ্

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন