সাত মাসে বাণিজ্য ঘাটতি ৩,৭৮৯ দশমিক ৮৬ মিঃ ডলার

  18-03-2017 11:04AM

পিএনএস, এবিসিদ্দিক : চলতি অর্থবছরের সাত মাসে বাণিজ্য ঘাটতির পরিমাণ দাঁড়ালো ৩,৭৮৯ দশমিক ৮৬ মিলিয়ন মার্কিন ডলার। এই সময়ে মোট আমদানি ব্যয় দাঁড়ায় ২৪,৯০০ মিলিয়ন মার্কিন ডলার আর রফতানি আয় দাঁড়ায় ২০,১১০ দশমিক ১৪ মিলিয়ন ডলার।

পূর্ববর্তী অর্থবছরের একই সময়ের তুলনায় আমদানি ব্যয় বৃদ্ধি পায় ৯ দশমিক ৮৮ শতাংশ। অপরদিকে রফতানি আয় একই সময়ের লক্ষ্যমাত্রার চেয়ে ৪ দশমিক ৪৩ শতাংশ কমে যায়। সূত্র : বাংলাদেশ ব্যাংক। জুলাই-নভেম্বর সময়ে পণ্য বাণিজ্যে সামগ্রিক ঘাটতির পরিমাণ ৩৮৮ কোটি ডলার।

এই অংক গত বছরের একই সময়ের চেয়ে প্রায় ২৩ শতাংশ বেশি। এই পাঁচ মাসে সেবা বাণিজ্যে ঘাটতি বেড়েছে ৩৩ শতাংশের বেশি। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলছেন, পদ্মা সেতু, মেট্রোরেলসহ বড় প্রকল্পের কাজ শুরু হওয়ায় প্রয়োজনীয় সরঞ্জাম আমদানি বেড়ে গেছে। এ কারণেই বাণিজ্য ঘাটতি বেড়েছে। তবে বিশ্ববাজারে জ্বালানি তেল ও খাদ্যপণ্যের দাম কম থাকায় সামগ্রিক আমদানি খরচ ‘স্বস্তিদায়ক’ পর্যায়ে রয়েছে বলেই তিনি মনে করেন।

পিএনএস/মো: শ্যামল ইসলাম রাসেল


@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন