প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে এফবিসিসিআই প্রতিনিধিদলের ভারত যাত্রা

  06-04-2017 06:08PM

পিএনএস : মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরসঙ্গী হিসেবে ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র (এফবিসিসিআই) একটি উচ্চপর্যায়ের বাণিজ্যপ্রতিনিধিদল আগামীকাল শুক্রবার (০৭-০৪-২০১৭) নয়াদিল্লির উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবে। এফবিসিসিআই সভাপতি জনাব আবদুল মাতলুব আহ্মাদ ২২৭ সদস্যেরএই ব্যবসায়ী প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন।

এফবিসিসিআই প্রতিনিধিদল ভারত সফরকালে ‘বাংলাদেশের সাথে বাণিজ্য’ শীর্ষক সেমিনারে অংশ নিবেন। এ ছাড়াও তারা দ্বিপক্ষীয় বাণিজ্যের বিভিন্ন দিকনিয়ে আলোচনার জন্য ইন্টারঅ্যাকটিব বিজনেস সেশন-এ অংশ নিবেন। ব্যবসায়ীনেতৃবৃন্দ দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারনসহ স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়েআলোচনা করতে বি২বি সভায়ও যোগ দিবেন।

এফবিসিসিআই ব্যবসায়ী প্রতিনিধিদলের অন্যান্য সদস্যবৃন্দ হচ্ছেন : এফবিসিসিআইয়ের প্রথম সহ-সভাপতি জনাব মোঃ শফিউল ইসলাম (মহিউদ্দিন), সহ-সভাপতি জনাব মাহবুবুল আলম, এফবিসিসিআই পরিচালকবৃন্দ, জনাব মো: জসিম উদ্দিন, জনাব মো: আমিনুল হক শামিম, জনাব মো: নজরুল ইসলামমজুমদার, মি. দিলীপ কুমার আগরওয়ালা, শেখ ফজলে ফাহিম, জনাব শামিম আহসান, মি. প্রবীর কুমার সাহা, জনাব মো: নিজাম উদ্দিন, জনাব আবুমোতালেব, জনাব কে .এম. আকতারুজ্জামান, জনাব এম. শোয়েব চৌধুরী, মিসেস হাসিনা নেওয়াজ, জনাব মোঃ মুনতাকিম আশরাফ, জনাব এস. এম. জাহাঙ্গীরহোসেন, জনাব মাসুদ পারভেজ খান (ইমরান), জনাব মোঃ আবু নাসের, জনাব মোঃ আনোয়ার সাদাত সরকার, আলহাজ্ব মোহাম্মদ বজলুর রহমান, জনাব মো:আবুল আয়েস খান, খন্দকার রুহুল আমিন, জনাব তাবারাকুল তোসাদ্দেক হোসেন খান টিটু, জনাব মোঃ আমিন হেলালী, জনাব রেজাউল করিম রেজনু, জনাবশাফকাত হায়দার, জনাব মো: কোহিনুর ইসলাম, জনাব মোঃ শফিকুল ইসলাম ভরসা, জনাব সাইদুর রহমান রিন্টু, জনাব মনসুর আহমেদ কালাম, জনাব মো: মোসাদ্দেক হোসেন বাবলু, জনাব শামীম আহমেদ, জনাব বেনজির আহমেদ, মিসেস নাজ ফারহানা আহমেদ ও জনাব শামিম আহমেদ।

এছাড়াও এফবিসিসিআইয়ের সাবেক সহ-সভাপতি জনাব মোস্তফা আজাদ চৌধুরী বাবু, এফবিসিসিআইয়ের প্রাক্তন পরিচালক ও বাংলাদেশ উইমেন চেম্বার অবকমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি মিসেস সেলিমা আহ্মাদ এবং এফবিসিসিআইয়ের প্রাক্তন পরিচালক জনাব মোঃ মাসুদ , জনাব মো: মমতাজ উদ্দিন, মীর নিজামউদ্দিন আহমেদ, খন্দকার মসিউজ্জামান ( রুমেল ), জনাব সালাহ উদ্দিন আলি আহমেদ ও জনাব শাহজালাল মজুমদার, সিআইপি প্রতিনিধিদলে রয়েছেন ।

প্রতিনিধিদলে আরও রয়েছেন ঢাকা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি আবুল কাশেম খান, মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি মিসেসনিহাদ কবির, বিজিএমইএ’র সভাপতি জনাব মো: সিদ্দিকুর রহমান, ও নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি জনাব খালেদ হায়দার খান কাজলপ্রমূখ।

এছাড়াও এফবিসিসিআই প্রতিনিধিদলে বিভিন্ন চেম্বার ও খাতভিত্তিক বিভিন্ন এসোসিয়েশনের ১৮১ জন প্রতিনিধি রয়েছেন। সফরশেষে এফবিসিসিআই প্রতিনিধিদল আগামী ১০ এপ্রিল ২০১৭ তারিখে ঢাকায় ফিরবে বলে আশা করা হচ্ছে।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন