উখিয়ায় নিত্যপণ্যের দাম বেড়েছে: সাধারণ ক্রেতারা হতাশ!

  23-05-2017 05:00PM

পিএনএস, উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি : সীমান্তবর্তী উখিয়া উপজেলায় নিত্য পণ্যের দাম বেড়ে যাওয়ার কারণে হতাশায় ভোগছেন উখিয়ার সাধারণ মানুষ। নিত্য প্রয়োজনীয় পণ্য রাতে আমদানি করলে সকালে রপ্তানি হয়ে যায় মায়ানমারে, তাই উখিয়ার প্রতিটি বাজারে দ্রব্য পণ্যের ঘাটতি দেখা দেই। সম্প্রতি পাচার চক্রকারীর সদস্যরা বাংলাদেশি পণ্য মায়ানমারে পাচার করায় উখিয়া থেকে সবসময় নিত্য প্রয়োজনীয় দ্রব্যের অভাব দেখা দেওয়ার ফলে ব্যবসায়ীরা একঢিলে দুই পাখি মারার মত কান্ড শুরু করছে। সামনে রমজানের সুযোগকে কাজে লাগিয়ে পাইকারি ও খুচরা ব্যবসায়ীরা সকল পণ্যের দাম বৃদ্ধি করে রাখছে। বিশেষ করে উখিয়া উপজেলার বাজার গুলোতে পণ্যের মূল্যের সরকারি অনুমোদিত কোন তালিকা না থাকায় ব্যবসায়ীরা তাদের ইচ্ছে মত পণ্য বিক্রয় করছে, এতে সাধারণ ভোক্তাদের চরম অবক্ষয় হচ্ছে।

বাংলাদেশি পণ্য মায়ানমারে পাচার হওয়ার ব্যাপারে উখিয়া বাজারের কয়েকটি দোকানে জানতে চাইলে, পাইকারি দোকানিরা সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, খুচরা ব্যবসায়ীরা আমাদের কাছ থেকে পণ্য ক্রয় করে মায়ানমারে পাচার করা সম্পর্কে আমাদের ভুমিকা নেই। পণ্য মূল্যের তালিকা সম্পর্কে সচেতন মহলের প্রশাসনের প্রতি দাবি উখিয়ার সবকটি বাজারে পণ্যের মুল্যের তালিকার ব্যবস্থা করার বিশেষ আশু হস্তক্ষেপ কামনা করেন।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন