ঈদে শেয়ারবাজার মাত্র ১ দিন বন্ধ থাকবে

  28-08-2017 12:48PM

পিএনএস ডেস্ক: আসন্ন কোরবানি ঈদে দেশের শেয়ারবাজার মাত্র ১ দিন বন্ধ থাকবে। এটি হবে শেয়ারবাজারের ইতিহাসের বিরল ঘটনা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এবারের ঈদে শেয়ারবাজার ১-৩ সেপ্টেম্বর বন্ধ থাকবে। এরমধ্যে রয়েছে শুক্রবার ও শনিবার। আর অতিরিক্ত হিসেবে থাকবে কেবল রোববার। সোমবার (৩ সেপ্টেম্বর) থেকে শেয়ারবাজারে যথারীতি লেনদেন শুরু হবে।

জানা যায়, ব্যাংকের ছুটির সাথে সামঞ্জস্য রেখেই এ ব্যবস্থা নেয়া হয়েছে। তবে এতে মার্চেন্ট ব্যাংক ও ব্রোকারেজ হাউজের কর্মকর্তা-কর্মচারীদের সমস্যায় পড়তে হবে। কারণ তাদেরকে এবার গ্রামের বাড়িতে ঈদ করার স্বপ্ন ত্যাগ করতে হবে। এবারই প্রথম তারা বেকায়দায় পড়েছেন। এর আগের ঈদগুলোতে কখনো ৫ দিনের কম ছুটি ছিল না।


পিএনএস/আলআমীন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন