হবিগঞ্জের মাধবপুরে নৌকাডুবিতে ২ শিশুর মৃত্যু, আহত ২০

  08-09-2017 09:16PM

পিএনএস : হবিগঞ্জের মাধবপুর উপজেলার সদরে সোনাই নদীতে নৌকা ডুবে শ্রাবন্তি (৬) ও মুক্তা (১২) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। এতে কমপক্ষে ২০ জন আহত হয়েছে। গুরুতর আহতদের ব্রাহ্মণবাড়িয়াসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার বিকেল ৩টার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার বিন্নিঘাট গ্রামের লোকজন একটি ইঞ্জিন চালিত নৌকা দিয়ে মাধবপুর উপজেলার মুরাদপুর গ্রামে একটি বিয়ের অনুষ্ঠানে যাবার সময় মাধবপুর সদরের সোনাই নদীর ব্রীজের কাছে পৌছালে নৌকাটি পানিতে তলিয়ে যায়। এতে ঘটনাস্থলেই ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার বিন্নিঘাট গ্রামের আব্দুল হাইয়ের মেয়ে শ্রাবন্তি মারা যায়। একই গ্রামের মুক্তা নামের শিশুটিকে স্থানীয় একটি প্রাইভেট ক্লিনিকে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এসময় নৌকাতে থাকা লোকজন দ্রুত নামতে গিয়ে প্রায় ২০ জন আহত হয়। গুরুতর আহত বিজয়নগর থানার বিন্নিঘাট গ্রামের মাহমুদা (২৫), নাইমাকে (১২) মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাদের ব্রাহ্মণবড়িয়া সদর হাসপাতালে প্রেরণ করেন। খবর পেয়ে মাধবপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌছে হতাহতদের উদ্ধার করে।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল



@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন