বড় দরপতনের ধারা পুঁজিবাজারে

  25-02-2018 02:18PM


পিএনএস ডেস্ক: সপ্তাহের প্রথম দিন বড় দরপতনের ধারায় লেনদেন চলছে পুঁজিবাজারে। রোববার (২৫ ফেব্রুয়ারি) লেনদেনের প্রথম দুই ঘণ্টায় ঢাকা ও চট্টগ্রামের বাজারে মূল্যসূচকে বড় পতনের পাশাপাশি হাতবদল হওয়া বেশিরভাগ শেয়ার ও মিউচুয়াল ফান্ডের দর কমেছে।

দুপুর ১২টা ৪৩ মিনিট নাগাদ ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন হয়েছে ২০৬ কোটি ৭৮ লাখ টাকার শেয়ার; চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) হয়েছে ৮ কোটি ১৫ লাখ টাকার শেয়ার।

এই সময়ে ডিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ৩২০ কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৮৬টির, কমেছে ১৯৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৭টির।

দুই ঘণ্টার কিছুটা বেশি সময়ে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৪৭ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৮৫৯ পয়েন্টে। ডিএসইএস বা শরিয়াহ সূচক ৬ দশমিক ৮০ পয়েন্ট কমে অবস্থান করছে প্রায় এক হাজার ৩৬৮ পয়েন্টে। ডিএস৩০ সূচক ১৭ দশমকি ৭৫ পয়েন্ট কমে নেমেছে ২ হাজার ১৫২ পয়েন্টে।

এই সময়ে সিএসই সার্বিক সূচক (সিএএসপিআই) প্রায় ১৬২ পয়েন্ট কমে অবস্থান করছে ১৮ হাজার ৮৯ পয়েন্টে।

সিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ১৭৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৩১টির, কমেছে ১৩১টির এবং অপরিবর্তিত রয়েছে ১৪টির।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন