ব্রয়লার মুরগি আর কাঁচা মরিচের দাম একই!

  29-06-2018 02:58PM


পিএনএস ডেস্ক: ঈদুল ফিতরের পর চলতি সপ্তাহে সব ধরণের সবজির সরবরাহ বাড়লেও রোজার তুলনায় প্রায় সব সবজির দাম চড়া। সবচেয়ে দাম বেড়েছে কাঁচা মরিচের; ব্রয়লার মুরগির দামের সমান। ১৫০ টাকা কেজি।

আজ শুক্রবার রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে এমন তথ্য পাওয়া গেছে। বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ১৩০-১৫০ টাকা কেজি। অপরদিকে ব্রয়লার মুরগিও বিক্রি হচ্ছে ১৪০-১৫০ টাকা কেজি।

আড়তে কাঁচা মরিচের সরবরাহ কম থাকায় দাম বেড়েছে বলে জানান ঢাকা ক্যান্টনমেন্ট এলাকার মাটিকাটা বাজারের এক ব্যবসায়ী। তিনি বলেন, অন্যান্য সবজির সরবরাহ স্বাভাবিক রয়েছে। বেগুন, ঢেঁড়স, পটল, ঝিঙা, কাকরোল, ধুন্দল, করলা, চিচিংগাসহ প্রায় সব সবজিই বাজারে ভরপুর।

দাম অপরিবর্তিত রয়েছে পেঁয়াজের। দেশি পেঁয়াজ বাজার ও মান ভেদে ৪০-৪৫ টাকা কেজি বিক্রি হচ্ছে। আর আমদানি করা ভারতীয় পেঁয়াজ বিক্রি হচ্ছে ২৫-৩০ টাকা কেজি।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন