শুরু হয়েছে রাজধানীতে দুইদিনের উদ্যোক্তা সম্মেলন

  08-12-2018 12:53AM

পিএনএস ডেস্ক: রাজধানীতে দুই দিনব্যাপী আইপিডিসি উদ্যোক্তা সম্মেলন-২০১৮ শুক্রবার শুরু হয়েছে। ফার্মগেটের এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটিতে এ সম্মেলন চলছে। ছোট ও মাঝারি উদ্যোক্তারা তাদের পণ্যের পসরা সাজিয়েছেন সেখানে।

সকালে সম্মেলনটির উদ্বোধন করেন জাতীয় অধ্যাপক ও এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটির উপাচার্য জামিলুর রেজা চৌধুরী। এ সময় বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান কাজি এম আমিনুল ইসলাম ও আইপিডিসির ব্যবস্থাপনা পরিচালক মোমিনুল ইসলাম।

মূলত অনলাইনে উদ্যোক্তা তৈরির গ্রুপ ‘চাকরি খুঁজব না, চাকরি দেব’র ধারাবাহিক আয়োজন এটি। আগে এটি ‘উদ্যোক্তা হাট’ নামে হতো।

স্বেচ্ছাসেবী সংগঠন বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক ও আইপিডিসি ফিন্যান্সের যৌথ উদ্যোগে উদ্যোক্তা সামিটটি অনুষ্ঠিত হচ্ছে।

অনলাইন ব্যবহার করে ব্যবসা শুরু করা তরুণ উদ্যোক্তারা অংশ নিয়েছেন এই সম্মেলনে। সকালে শুরু হওয়া সম্মেলনে অন্তত ৩৫টি স্টলে পণ্যের পসরা সাজিয়েছেন তারা। পণ্য ও সেবা প্রদর্শনীর পাশাপাশি সম্মেলনে ১১টি সেশন ও চারটি কর্মশালা অনুষ্ঠিত হচ্ছে।

এবারের আয়োজনের মূল পৃষ্ঠপোষক আইপিডিসি ফিন্যান্স। পৃষ্ঠপোষক হিসেবে রয়েছে ক্রিয়েটিভ আইটি, ওয়ালেটমার্ট, ইগলু আইসক্রিম, বারকোড রেস্তোরা গ্রুপ ও এম্বার আইটি।

পিএনএস/হাফিজুল ইসলাম

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন