বাংলাদেশ সাবমেরিন কেবলের মুনাফা বেড়েছে

  31-01-2019 03:38PM


পিএনএস ডেস্ক: শেয়ারবাজারে তালিকাভুক্ত বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) বেড়েছে ২২৮৩ শতাংশ। আগের অর্থবছরের একই সময়ের তুলনায় চলতি অর্থবছরের প্রথমার্ধে বা ৬ মাসে (জুলাই-ডিসেম্বর ১৮) এই মুনাফা বেড়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

চলতি অর্থবছরের প্রথমার্ধে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১.৪৩ টাকা। আগের বছরের একই সময়ে ইপিএস হয়েছিল ০.০৬ টাকা। এ হিসাবে মুনাফা বেড়েছে ১.৩৭ টাকা বা ২২৮৩ শতাংশ।

এদিকে কোম্পানিটির দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর ২০১৮) শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ০.৯৬ টাকা। আগের বছরের একই সময়ে ইপিএস হয়েছিল ০.০৪ টাকা। এ হিসাবে মুনাফা বেড়েছে ০.৯২ টাকা বা ২৩০০ শতাংশ।

কোম্পানিটির ২০১৮ সালের ৩১ ডিসেম্বর শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩৬.৬১ টাকায়।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন