ফের বেড়েছে পেঁয়াজের দাম

  31-10-2019 03:54PM

পিএনএস ডেস্ক : বেড়েই চলছে পেঁয়াজের দাম। প্রতিদিন প্রকারভেদে মন প্রতি গড়ে ১৫০ থেকে ২০০ টাকা বৃদ্ধি পাচ্ছে পেঁয়াজের দাম। ক্রমাগত দাম বৃদ্ধিতে তা ভোক্তাদের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে।

রাজধানীর কারওয়ান বাজারে পেঁয়াজ কিনতে এসে দোকানির সঙ্গে রীতিমতো ঝগড়া করেছেন আবদুল মজিদ নামে একজন। বলছিলেন, ‘কী পাইছেন আমরারে। মগের মুলুক পাইছেন। ডেইলি ১০ টাকা করে দাম বাড়াচ্ছেন।’

আমাদানিকারকরা জানান, মানভেদে মিয়ানমারের পেঁয়াজ বিক্রি হচ্ছে ১১০ থেকে ১১৫ টাকা এবং ভারতীয় পেঁয়াজ বিক্রি হচ্ছে ১১৫ থেকে ১২০ টাকা দরে। সরবরাহ কম ও আমাদানি খরচ বেড়ে যাওয়ায় দাম বাড়ছে বলে দাবি ব্যবসায়ীদের।

খাতুনগঞ্জের জারিফ ট্রেডিং ইন্টারন্যাশনালের আমদানিকারক মঞ্জুর মোরশেদ বলেন, আমদানিকারক বা আড়তদার যারা আছে তাদের উৎসাহিত করতে হবে।

সামাদ ট্রেডিংয়ের নুরুছ সামাদ বলেন, সঙ্কটের কারণে বাজারটা উপর দিকে যাচ্ছে। যখন মালামাল বেশি আসবে তখন দাম পড়ে যাবে।

এদিকে সরকারের নানা উদ্যোগের পরও পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে না আসায় ক্ষোভ প্রকাশ করেন সাধারণ ক্রেতারা।

পিএনএস/জে এ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন