এবার যেমন থাকবে ঈদের দিনের আবহাওয়া

  25-05-2020 08:32AM

পিএনএস ডেস্ক : মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর আজ সোমবার। এদিন সকালে ঢাকার আকাশ মেঘাচ্ছন্ন থাকবে। এছাড়া দেশের কোথাও কোথাও রোদের দেখা মিললেও, কোথাও আবার থাকবে বৃষ্টি। রোববার ঢাকার আবহাওয়া অফিস এসব তথ্য জানিয়েছে।

আবহাওয়াবিদ আব্দুর রহমান বলেন, আম্ফান চলে যাওয়ার পর থেকে এখন পর্যন্ত দেশের আকাশ কিছুটা মেঘলা রয়েছে। দিনের তাপমাত্রা অনেক কম। সে ক্ষেত্রে সোমবার দেশের কোথাও কোথাও বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। তবে অনেক জায়গাতেই রোদের দেখাও মিলবে।

তিনি বলেন, আগামী কয়েকদিনে টানা বৃষ্টির সম্ভাবনা নেই। বৃষ্টি হলেও সেটি সামান্য হবে। বেশিরভাগ সময়ই রোদ পাওয়া যাবে। তবে দিন ও রাতের তাপমাত্রা থাকবে শীতল।

আবহাওয়া অধিদফতরের পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ ঘণ্টা ঢাকা, কুমিল্লা অঞ্চলসহ রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু-এক জায়গায় দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের অন্যান্য স্থানে আকাশ মেঘলা থাকবে।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন