তিন ঘণ্টা সময় বাড়ল দোকানপাট–শপিংমল খোলা রাখার

  30-06-2020 09:58PM

পিএনএস ডেস্ক : করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে না আসায় আরও এক মাসের বেশি সময় ধরে (৩ আগস্ট পর্যন্ত) এখনকার মতোই সীমিত পরিসরে চলবে অফিস। তবে দোকানপাট, বাজার ও শপিং মল খোলা রাখার সময় তিন ঘণ্টা বাড়িয়ে সন্ধ্যা সাতটা পর্যন্ত খোলার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজ মঙ্গলবার এই তথ্য জানিয়েছেন। কাল বুধবার থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে। এ বিষয়ে আলাদা প্রজ্ঞাপন জারি হবে। তবে এখনকানর মতো সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।

এর আগে দীর্ঘ ৬৬ দিন ছুটি থাকার পর গত ৩১ মে থেকে সরকারি-বেসরকারি অফিস সীমিত আকারে চলছে। বাংলাদেশ সচিবালয়ে সর্বোচ্চ ২৫ শতাংশ কর্মকর্তা কর্মচারীর উপস্থিতিতে অফিস চলছে। আজ মঙ্গলবারও সচিবালয়ে কয়েকটি মন্ত্রণালয় ঘুরে দেখা কর্মকর্তা-কর্মচারীর উপস্থিতি খুবই। বিভিন্ন মন্ত্রণালয় কর্মকর্তা-কর্মচারীদের পালা করে অফিস চালাচ্ছে।

বর্তমানে দোকান পাট সকাল ১০টা থেকে বিকেল চারটা পর্যন্ত খোলা রাখা যাচ্ছে। কাল বুধবার থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত খোলা রাখা যাবে।

পিএনএস-জে এ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন