পিএনএস ডেস্ক : সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে সোমবার (৪ জানুয়ারি) ২০টি ট্রাকে করে দেশে ঢুকেছে আরও ৪৯০ মেট্রিক টন ভারতীয় পেঁয়াজ।
সাতক্ষীরা ভোমরা স্থলবন্দরের রাজস্ব কর্মকর্তা আকবর আলী জানান, ভারতের সরকার পেঁয়াজ রফতানির অনুমতি দেওয়ার তৃতীয় দিনে ২০টি পেঁয়াজ বহনকারী ট্রাক সে দেশ থেকে ভোমরা বন্দরে প্রবেশ করেছে। এতে মোট ৪৯০ মেট্রিক টন পেঁয়াজ আমদানি করা হয়েছে।
তিনি বলেন, ‘এ নিয়ে গত তিন দিনে ৫১টি ট্রাকে মোট এক হাজার ২৯০ মেট্রিক টন পেঁয়াজ দেশে প্রবেশ করেছে।
পিএনএস/জে এ
ভোমরা দিয়ে এলো আরও ৪৯০ টন পেঁয়াজ
