শেরপুরে হেরোইন-ফেন্সিডিলসহ এরশাদ গ্রেফতার

  18-10-2016 06:01PM

পিএনএস, শেরপুর (বগুড়া) : বগুড়ার শেরপুরে মাদক সম্রাট এরশাদ সিকদারকে (৩২) গ্রেফতার করেছে পুলিশ। এসময় তার বাড়িতে তল্লাশি চালিয়ে ১০০বোতল ফেন্সিডিল ও ১গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
গতকাল মঙ্গলবার (১৮অক্টোবর) ভোররাতে উপজেলার মির্জাপুর ইউনিয়নের মদনপুর গ্রামস্থ ওই বাড়িতে এই অভিযান পরিচালিত হয়।
শেরপুর থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) মিজানুর রহমান জানান, দীর্ঘদিন ধরেই উক্ত এরশাদ সিকদার তার বাড়ি থেকে মদ, গাঁজা, ফেন্সিডিল, ইয়াবা ট্যাবলেট ও হেরোইনের ব্যবসা পরিচালনা করে যাচ্ছিল। এমনকি সেখান থেকেই একটি সিন্ডিকেটের মাধ্যমে সে শেরপুর পৌরশহরসহ আশেপাশের বিভিন্ন এলাকায় এসব রকমারি মাদকদ্রব্য বিক্রি করত বলে পুলিশের নিকট একাধিক অভিযোগ আসে।
এদিকে একটি গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে এরশাদ সিকদারের বাড়িতে বড় ধরণের মাদকের চালান এসেছে। এমন সংবাদ পেয়ে থানার উপ-পরিদর্শক বুলবুল ইসলাম সর্ঙ্গীয় ফোর্স নিয়ে সেখানে অভিযান চালিয়ে এরশাদকে গ্রেফতার করেছে। একইসঙ্গে বাড়িটি তল্লাশি করে উক্ত পরিমাণ মাদকদ্রব্যও উদ্ধার করে।
এই পুলিশ কর্মকর্তা আরও জানান, এই ঘটনায় ১৯৭৪সালের মাদকদ্রব্য বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা করা হয়েছে। গ্রেফতারকৃতকে গতকাল দুপুরেই আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে বলে তিনি জানান।

পিএনএস/মো: শ্যামল ইসলাম রাসেল


@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন